সিনেমা করলেও খোলামেলা পোশাক পরবেন না, জানালেন ‘যমুনা ঢাকি’ শ্বেতা! #Shorts
সবেমাত্র শেষ হয়েছে ‘যমুনা ঢাকি’-র শুটিং। তার আগেই দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিটির অফার পেয়েছিলেন শ্বেতা ভট্টাচার্য। ‘প্রজাপতি’ পিতা-পুত্রের সম্পর্কের কাহিনী হলেও শ্বেতা জানালেন, তাঁর চরিত্রটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বেতা বরাবর তাঁর সুবিধা-অসুবিধার কথা স্পষ্ট করে বুঝিয়ে দেন। পোশাক নিয়ে তাঁর ছুৎমার্গ না থাকলেও ব্যক্তিগত জীবনে খোলামেলা পোশাক পরতে আপত্তি রয়েছে তার। কারণ সিনেমার নায়িকাকে হট প্যান্ট পরতে হবে বলে মনে করেন না তিনি। শ্বেতার মতে, তিনি যে পোশাকে স্বচ্ছন্দ নন, সেই পোশাক পরে ভালো অভিনয় করতে পারবেন না। কারণ তাঁর মাথায় সেই সময় পোশাক নিয়েই দ্বিধা তৈরি হবে। #Shorts #SwetaBhattacharya
via YouTube https://www.youtube.com/watch?v=Ni6LBEBaW8c
No comments:
Post a Comment